একই কায়দায় এবার কুষ্টিয়ায় খুন

সাত দিন আগে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা বান্দরবানে কুপিয়ে হত্যা করা হয় একজন বৌদ্ধ ভিক্ষুকে। এর রেশ না কাটতেই চলতি মাসে তৃতীয় হামলার ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায়। একই কায়দায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে (৫৮)। কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে সানাউরের সঙ্গে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৩৮)। মাথায়-ঘাড়ে সাত-আটটি আঘাত পাওয়া সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য গতকালই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আঘাত ঠেকাতে গিয়ে তাঁর হাতের দুটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *